You are currently viewing Megha O Re Megha Lyrics (মেঘা ও রে মেঘা) Purulia Song

Megha O Re Megha Lyrics (মেঘা ও রে মেঘা) Purulia Song

Megha O Re Megha Lyrics (মেঘা ও রে মেঘা) Purulia Song

রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে

রিমঝিম বর্ষায় ভিজতে ভালো লাগে,

ও সাথী আয়, আজ মনে প্রেম জাগে

তোর গোরা গালে, হো..

তোর গোরা গালে ছুঁতে চাই প্রিয়া রে

তার লাগে ছটপট এই মন করে,

তোর গোরা গালে ছুঁতে চাই প্রিয়া রে

তার লাগে ছটপট এই মন করে। 

মেঘা ও রে মেঘা,

মেঘা ও রে মেঘা টুকু বর্ষে দে,

হামার প্রেমিকা কে

পহিলা ছিঁটায় ভিজাইন দে। 

মেঘা ও রে মেঘা টুকু বর্ষে দে,

হামার প্রেমিকা কে

পহিলা ছিঁটায় ভিজাইন দে।।

হো.. কালো মেঘে চমকে বিজলি

ঠিক তেমনি তুঁহু চমকিলি,

এই মনের ভিতরে উঠে শিরে শিরে

নিমেষে কি সব ভুলে গেলি। -২

তোর গোরা গালে, হো..

তোর গোরা গালে ছুঁতে চাই প্রিয়া রে

তার লাগে ছটপট এই মন করে,

তোর গোরা গালে ছুঁতে চাই প্রিয়া রে

তার লাগে ছটপট এই মন করে। 

মেঘা ও রে মেঘা,

মেঘা ও রে মেঘা টুকু বর্ষে দে,

হামার প্রেমিকা কে

পহিলা ছিঁটায় ভিজাইন দে। 

মেঘা ওরে মেঘা টুকু বর্ষে দে,

হামার প্রেমিকা কে

পহিলা ছিঁটায় ভিজাইন দে।।

হো.. মনে হয় তুই স্বর্গের অপ্সরা

হামার কাছে আলি দিতে ধরা,

ওই কাজল টানা চোখে 

মন ফিদা হইলো দেখে,

তোর মুচকি হাসি করলো আধমরা। -২

তোর গোরা গালে, হো..

তোর গোরা গালে ছুঁতে চাই প্রিয়া রে

তার লাগে ছটপট এই মন করে,

তোর গোরা গালে ছুঁতে চাই প্রিয়া রে

তার লাগে ছটপট এই মন করে। 

মেঘা ও রে মেঘা,

মেঘা ও রে মেঘা টুকু বর্ষে দে,

হামার প্রেমিকা কে

পহিলা ছিটায় ভিজাইন দে। 

মেঘা ওরে মেঘা টুকু বর্ষে দে,

হামার প্রেমিকা কে

পহিলা ছিটায় ভিজাইন দে।।


Leave a Reply